প্রার্থনা
সুফিয়া কামাল
তুলি দুই হাত করি মোনাজাত
হে রহিম রহমান
কত সুন্দর করিয়া ধরণী
মোদের করেছ দান,
গাছে ফুল ফল
নদী ভরা জল
পাখির কণ্ঠে গান
সকলি তোমার দান।
মাতা, পিতা, ভাই, বোন ও স্বজন
সব মানুষেরা সবাই আপন
কত মমতায় মধুর করিয়া
ভরিয়া দিয়াছ প্রাণ।
তাই যেন মোরা তোমারে না ভুলি
সরল সহজ সৎ পথে চলি
কত ভাল তুমি, কত ভালবাস
গেয়ে যাই এই গান।
দ্বিতীয় শ্রেণির বাংলা বইয়ের ”প্রার্থনা” কবিতাটি সুন্দর এনিমেশনসহ Digital Content এ অর্ন্তভুক্ত করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত প্রাথমিক
শিক্ষাক্রমের প্রথম-পঞ্চম শ্রেণির মোট ১৭টি বই ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া ডিজিটাল কন্টেন্টে রুপান্তর করা হয়েছে।
Note: Don’t Use it commercially without our permission.
Copyright © 2017 BD Kids TV, ALL RIGHTS RESERVED