ফারিনের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে (Bangabandhu Sheikh Mujib Safari Park) ঘোরাঘুরির ধারনকৃত কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হলো। আপনিও আপনার সোনামনিদেরকে নিয়ে সাফারী পার্কে ঘুরতে যেতে পারেন।
-এটি মঙ্গলবার বন্ধ থাকে আর ছয় দিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে।
-পার্কে প্রবেশ মূল্য ও অন্যান্য খরচ:
পার্কে প্রবেশ মূল্য ৫০ টাকা, ১৮ বছরের নিচে ২০ টাকা। আর সাধারণ অথবা শিক্ষা সফরে আসা ছাত্রছাত্রীদের পার্কে প্রবেশ করতে ১০ টাকা দিতে হয়। বিদেশী দর্শনার্থীদের জন্য পার্কে প্রবেশ মূল্য ৫ ডলার।
-কোর সাফারি পার্ক ১০০ টাকা, ১৮ বছরের কম বয়সীদের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা। মিনিবাসে করে কোর সাফারি ঘুরতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে।
-পার্কের অন্যান্য জায়গাতে প্রবেশ করতে হলেও টিকেট কেটে প্রবেশ করতে হয়। সবগুলো স্পট দেখতে মোটামুটি ২০০/৩০০ টাকা লাগবে। একসাথে কয়েকটি স্পট দেখার প্যাকেজ ও পাওয়া যায়। এছাড়া প্যাডেল বোটে ৩০ মিনিট ভ্রমণ করতে জনপ্রতি ২০০ টাকা খরচ হবে।
Background Music: Happy & Girly by MrSnooze